প্রকাশিত : ১৯ মার্চ ২০২৫, ৩:৩২:০৮
আইপিএলে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ রয়েছেন হার্দিক পান্ডিয়া। গত বছর পাওয়া এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে আগামী আসরে। ২০২৫ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হার্দিকের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব।
২০২৪ আইপিএলে লিগ পর্বে মুম্বাই তাদের শেষ ম্যাচ খেলেছিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। সে ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পান হার্দিক। মুম্বাইয়ের অধিনায়কের ওই মৌসুমে সেটি ছিল স্লো ওভার রেটের তৃতীয় অপরাধ। এ কারণে ৩০ লাখ রুপি জরিমানা করা হয় তাকে। সঙ্গে আইপিএলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
নিষেধাজ্ঞার ব্যাপারে বুধবার সংবাদ সম্মেলনে হার্দিক বলেন, 'এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। গত বছর যা হয়েছে সেটা খেলারই অংশ। আমরা শেষ ওভার দেড় বা দুই মিনিট দেরিতে করেছি। ওই সময় এর পরিণতি সম্পর্কে আমার জানা ছিল না।'
গত বছর থেকে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া হার্দিক আরও বলেন, '(নিষিদ্ধ হওয়া)দুর্ভাগ্যজনক। কিন্তু নিয়ম এটিই বলে। আমাকে প্রক্রিয়া মেনে চলতে হবে। পরবর্তী আসরে তারা এটি রাখবে কি না, এটা উচ্চ পর্যায়ের ব্যাপার। তারা নিঃসন্দেহে দেখতে পারে কী ভালো করা যায়।'
দ্বিতীয় ম্যাচ থেকেই অবশ্য নিয়মিত অধিনায়ক হার্দিককে পাবে তার দল। প্রথম ম্যাচে অধিনায়কের জন্য মুম্বাইয়ের হাতে দারুণ দুটি বিকল্প ছিল। ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন। আছেন ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যকুমারের কাঁধেই তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। হার্দিক জানান, 'সূর্যকুমার যাদব অবশ্যই ভারতকেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন। আমি যখন থাকছি না, সে এই সংস্করণের জন্য আদর্শ পছন্দ।'
২২ মার্চ থেকে শুরু হবে ১৮তম আইপিএল। পরদিন রাত আটটায় চেন্নাইয়ের বিপক্ষে চিপকে মাঠে নামবে মুম্বাই। এই ম্যাচে জাসপ্রিত বুমরাহকেও পাচ্ছে না মুম্বাই। চোটের কারণে শুরুর কয়েক ম্যাচে খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা এই পেসার।