ময়মনসিংহে শেষ হল ভ্রাম্যমাণ বইমেলা
ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শেষ হয়েছে।
শহরের জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ এ অনুষ্ঠিত এই মেলা শেষ হয় সোমবার।
বইমেলার আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। এতে সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং মেটলাইফ ফাউন্ডেশন।
মেলায় শিশুতোষ, রহস্যোপন্যাস, বিজ্ঞান ও আত্ম-উন্নয়নসহ নানা বিষয়ের বই বিক্রি করা হয়। এগুলোর মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর বইও ছিল।
ইব্রাহিম ইসলাম নামে এক দর্শনার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ভ্রাম্যমাণ বইমেলা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তবে আমি জানতাম না এখানে মেলা হচ্ছে। পার্কে ঘুরতে এসে হঠাৎ দেখলাম।”
আয়োজকরা জানান, পাঠকদের হাতে বই পৌঁছে দেওয়ার জন্যই এই মেলা। এখানে বই কেনার পাশাপাশি বই না কিনেও পড়ার সুযোগ ছিল, যা পাঠকদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করেছে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ময়মনসিংহ।