মহাকাশের মালিকানা ও বাণিজ্য বিস্তার
স্থলে, জলে ও আকাশে নানা ধরনের লড়াই সম্পর্কে জানলেও মহাকাশযুদ্ধ এখনো সায়েন্স ফিকশন চলচ্চিত্র ও বইয়ের পাতায় দেখা যায়। ১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং চাঁদের পৃষ্ঠে কেবল অবতরণই করেননি, সেখানে একটা মার্কিন পতাকাও টানিয়ে এসেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত ৬০টির বেশ দেশ মহাকাশে নিজেদের সরব উপস্থিতি জানান দিয়েছে।