খাগড়াছড়ির অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী খাগড়াছড়ি জেলার অবৈধ সব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে মাটিরাঙা, রামগড়, সদর উপজেলা, পানছড়ি, গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয় বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
তিনি বলেন, “হাই কোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী অভিযানে সব ভাটা বন্ধ করা হয়।