প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ৫:৪৬:২১
পূর্বে টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কিছু টুইট বা পোস্ট ‘সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট’ সতর্কতা দেখিয়ে ব্লক করে। তবে, এ সতর্কতা লেবেল বন্ধ করারও উপায় আছে।
পাশাপাশি, অ্যাকাউন্টের সেটিংস ‘প্রাইভেট’ না করেও এ সতর্কতা বন্ধ করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট হাও-টু গিক।
সংবেদনশীল কনটেন্ট আসলে কী?
এক্স-এর নীতি অনুসারে, সতর্কতা লেবেল সহিংসতা বা নগ্নতার মতো সংবেদনশীল কনটেন্টের ক্ষেত্রেই দেখানো হয়। ফেইসবুকের তুলনায় কনটেন্ট বিষয়ে বেশি সহজ-সরল প্ল্যাটফর্ম এক্স। এটিকে আরও সহজভাবে বললে, অত্যধিক রক্ত রয়েছে এমন কনটেন্ট, যৌন সহিংসতা, বেআইনি বিষয় বাদে এক্স প্ল্যাটফর্মে প্রায় সবকিছুরই অনুমোদন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাও-টু গিক।
ডিফল্ট ভাবেই, প্ল্যাটফর্মটি এ ধরনের মিডিয়াকে সতর্কতা দেখিয়ে সীমাবদ্ধ করে, “এ মিডিয়াতে সংবেদনশীল উপাদান থাকতে পারে,” “এ প্রোফাইলে সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট থাকতে পারে,” বা “নিম্নলিখিত মিডিয়াতে সম্ভাব্য সংবেদনশীল কনটেন্ট অন্তর্ভুক্ত”, সংবেদনশীল কনটন্টেরে ক্ষেত্রে এ ধরনের কিছু সতর্কতা লেবেল যুক্ত করা হয়।
কীভাবে এ সতর্কতা এড়িয়ে যাবেন?
এক্স অ্যাপের প্রাইভেসি সেটিংস থেকে সতর্কতা লেবেল বন্ধ করা যাবে। এক্সের অ্যান্ড্রয়েড অ্যাপে বন্ধ করার অপশন থাকলেও আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে এ সুযোগ নেই। তবে, কেউ ওয়েবসাইটে সেটিংস পরিবর্তন করলে, ওই অ্যাকাউন্টে আইফোন ও আইপ্যাড অ্যাপও সতর্কতা লেবেল ছাড়া পোস্ট দেখাবে।
সতর্কতা লেবেল বন্ধ করতে, এক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং স্ক্রিনের বাম দিকে “মোর” বোতামে ক্লিক করুন, যা থ্রি-ডট বা তিনটি বিন্দুর আইকনের মত দেখতে।
পপ-আপ মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন বেছে নিন। স্ক্রিনের বাম পাশের বিভিন্ন অপশনের তালিকা থেকে ‘প্রাইভেসি অ্যান্ড সেইফটি’ অপশনে ক্লিক করুন, এরপর ‘কনটেন্ট ইউ সি’ অপশন বেছে নিন।