বিরতি পেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন বাবর, বিশ্বাস মাসুদের

02 Nov 2024, 10:18 AM

প্রায় দুই বছর ধরে টেস্টে নেই কোনো ফিফটি।

এই সময়ে মাত্র একবার চল্লিশ ছুঁয়েছেন বাবর আজম। তাই বিশ্রামের আড়ালে দল থেকে একরকম বাদই দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। কঠিন এই সময়ে সতীর্থের কাঁধে আস্থার হাত রেখেছেন শান মাসুদ। বর্তমান অধিনায়কের বিশ্বাস, এই বিরতিটি ফলপ্রসু হবে বাবরের জন্য।

02 Nov 2024, 10:18 AM

অথচ এর আগের এক বছর অর্থাৎ ২০২২ সালে ক্যারিয়ারের সেরা সময়ই কাটান তিনি।

বাবরের বাজে সময়ে দল হিসেবেও নাজুক অবস্থায় ছিল পাকিস্তান। টানা ছয় ম্যাচ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানিতে নেমে যায় তারা। বাবরকে বাদ দেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচ জিতে স্মরণীয় এক সিরিজ জেতে পাকিস্তান।

তাই বলে বাবরকে বাতিলের খাতায় ফেলে দিতে রাজি নন মাসুদ। বিবিসি স্টাম্পড রেডিও অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, বিরতি বরং কার্যকর হতে পারে বাবরের জন্য।

02 Nov 2024, 10:18 AM

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ৩০ ও ৫ রান করেন বাবর।

এরপর বাকি দুই টেস্টের স্কোয়াড থেকে তাকে বাইরে রাখে পিসিবি। তখন জানানো হয় সাময়িক সময়ের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বয়স ৩০ ছুঁইছুঁই ব্যাটসম্যানকে।

তবে কারও বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, ব্যাটিংয়ে ছন্দহীনতার কারণেই যে মূলত জায়গা হারিয়েছেন বাবর। গত বছরের শুরু থেকে এখন পর্যন্ত টেস্টে ১৭ ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি তিনি। এই সময় মাত্র ২০.৭০ গড়ে তার সংগ্রহ ৩৫২ রান।