প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ৮:৪৮:৩২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও সম্প্রীতির বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে কুড়িগ্রামে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ নেন।
কর্মসূচির শুরুতে ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজ সমবেত হয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার শপথ নিলাম।”
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: কুড়িগ্রাম।