গুলির এ ঘটনায় তিন শিশু ও দু’জন পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। এক বালিকা আহত হয়েছে।
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৪, ৬:৩২:১০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের কাছে এক বাড়িতে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানায়, এসব হত্যাকাণ্ডের জন্য ১৫ বছরের এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
কিং কাউন্টির শেরিফ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গুলির এ ঘটনায় তিন শিশু ও দু’জন পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। ওই বাড়িতে বাস করা এক বালিকাও আহত হয়েছে।
শেরিফ দপ্তরের মুখপাত্র মাইক মেলিস ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, শেরিফের ডেপুটিরা কোনো বাধা ছাড়াই সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিতে পেরেছে।
রয়টার্স জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে।
শেরিফ দপ্তর জানায়, ফল সিটির একটি বাড়িতে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে, সোমবার ভোররাতে এমন কথা জানিয়ে অনেকে ফোন করলে ডেপুটিরা তাতে সাড়া দিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল সিয়াটল শহর থেকে ১৬ কিলোমিটার পূর্বে।