খেলা

বিশ্বের ২০৪ নম্বর খেলোয়াড়ের কাছে হেরে গেলেন জকোভিচ

ভাশেরো তার প্রথম সার্ভে ৭৮ শতাংশ (৩৬-এর মধ্যে ২৮টি) পয়েন্ট জিতেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:২০

বিশ্বের ২০৪ নম্বর খেলোয়াড়ের কাছে হেরে গেলেন জকোভিচ

টি লাইভ আপডেট
  • ১২ দিন আগে

    রিভিউয়ে সফল বাংলাদেশ

    ঠিক আবেদন নয়, উদযাপন শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারকে অনড় দেখে জোরাল আবেদন করলেন এই অফ স্পিনার। তাতে সাড়া মিলল না। কিপার লিটন দাসের পরামর্শে রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। তাতে পাল্টাল সিদ্ধান্ত।

    মিরাজের স্পিন করে ভেতরে ঢোকা ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন হ‍্যারি টেক্টর। ব‍্যাটে খেলতে পারেনি, আঘাত হানে প‍্যাডে।

    ইম্প‍্যাক্ট ছিল অফ-মিডল স্টাম্পে, বল আঘাত হানত লেগ স্টাম্পে। তাতে ফিরে যেতে হয় টেক্টরের। ৬ বলে তিনি করেন ১ রান।

    ২৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। ক্রিজে ক‍্যাড কারমাইকেলের সঙ্গী কার্টিস ক‍্যাম্ফার।

  • ১২ দিন আগে

    স্টার্লিংকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাহিদ

    নাহিদ রানাই পেলেন পল স্টার্লিংয়ের উইকেট। তৃতীয় সুযোগ আইরিশ ওপেনারকে ফেরাতে পারল বাংলাদেশ।

    নাহিদের বলে ৮ ও ১০ রানে দুইবার ক‍্যাচ দিয়েও বেঁচে যান স্টার্লিং। এবার ফিরতে হলো তাকে।

    লাঞ্চের পর প্রথম ওভারেই সাফল‍্য পেল বাংলাদেশ। ভাঙল ১৫৫ বল স্থায়ী ৯৬ রানের জুটি।

    অফ স্টাম্পের বাইরের গতিময় শর্ট বলে খোঁচা মারেন নাহিদ। দ্বিতীয় স্লিপে ক‍্যাচ নেন সাদমান ইসলাম। তিনিই প্রথম সেশনে ছেড়েছিলেন প্রথম ক‍্যাচ।

    ৭৬ বলে নয় চারে ৬০ রান করে ফিরলেন স্টার্লিং।

    ২৭ ওভারে আয়ারল‍্যান্ডের রান ২ উইকেটে ৯৬। ক্রিজে ক‍্যাড করমাইকেলের সঙ্গী হ‍্যারি টেক্টর।

     

বিশ্বের ২০৪ নম্বর খেলোয়াড়ের কাছে হেরে গেলেন জকোভিচ | সময় নিউজ