খেলা

ব্যারেলে তেলের দাম নামতে পারে ৬০ ডলারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১১:৪৫

ব্যারেলে তেলের দাম নামতে পারে ৬০ ডলারে

বাংলাদেশে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে ২০২৪ সালের মার্চে জ্বালানি বিভাগ একটি স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। তবে সেই উদ্যোগটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফলে দেশে এখনও নির্বাহী আদেশের মাধ্যমেই তেলের দাম নির্ধারিত হয়। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে একাধিকবার দাম ওঠানামা করলেও দেশে তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যবসায়িক সংবাদমাধ্যম দ্য ডেইলি ইকোনমি’র তথ্যানুযায়ী ২০২৫ সালের ৩১ অক্টোবর বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম ২০ শতাংশ হ্রাস পায়। তবুও বাংলাদেশে স্থানীয় বাজারে তেলের দাম কমানো হয়নি।

রয়টার্স জানায়, ২০২৪ সালে বিশ্ববাজারে তেলের দাম টানা দ্বিতীয় বছরের মতো প্রায় ৩ শতাংশ কমে যায়। এর পেছনে মূল কারণ ছিল কোভিড-পরবর্তী সময়ে জ্বালানির চাহিদা হ্রাস, চীনের দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ অ-ওপেক দেশগুলোর অপরিশোধিত তেল উৎপাদন বৃদ্ধি, যার ফলে বাজারে সরবরাহ বেড়ে যায়।