নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১২:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার ‘হৃদযন্ত্রের জটিলতা’ চিহ্নিত হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, বৃহস্পতিবার সকালে পল্টনে ৮ ইসলামী দলের যুগপৎ আন্দোলনে অংশ নেন গাজী আতাউর রহমান। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার আগে জমায়েতে বক্তব্য দেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। এসময় তাকে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়।
শেখ ফজলুল করীম মারুফ আরও জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় গাজী আতাউর রহমানের ‘হৃদযন্ত্রের জটিলতা’ চিহ্নিত হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে মিরপুরে একটি হাসপাতালে ভর্তি আছেন। সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও বিশেষ দোয়া কামনা করা হচ্ছে বলে জানান দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক।

