নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৭

রবিবার সকাল ১১টার দিকে থানার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতভর নাইট ডিউটি শেষে সকালে গোসল করতে যান তিনি।
নিহত এএসআইয়ের নাম ওহিদুর রহমান। তিনি চকবাজার থানায় কর্মরত ছিলেন। এরআগে বরিশাল থেকে বদলি হয়ে তিনি চট্টগ্রামের চকবাজার থানায় আসেন।
নিহত ওহিদুর নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর বলেন, “থানার বাথরুম থেকে এক এএসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
নিহত পুলিশ কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
থানা থেকে জানায়, রাতভর নাইট ডিউটি শেষে সকালে থানায় এসে গোসল করতে যান তিনি। তবে অনেক্ষণ পর বাথরুম থেকে বের না হওয়ায় সহকর্মীরা ডাকাডাকি করেন ওহিদুরকে। কিন্তু তাতে তিনি সাড়া না দেওয়ায় বাথরুমের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান থানার বাকি পুলিশ সদস্যরা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, সদ্য বরিশাল থেকে বদলি হয়ে চট্টগ্রাম আসেন তিনি। কিন্তু পরিবার রয়ে যান বরিশালেই। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মনমালিন্য হয়। হয়তো এই ঘটনা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

