বিশ্বের ২০৪ নম্বর খেলোয়াড়ের কাছে হেরে গেলেন জকোভিচ
বয়সের ভার যে নোভাক জকোভিচের ওপর চেপে বসছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। এছাড়া এমন হারের ব্যাখ্যা আর কী হতে পারে! ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক হেরে গেছেন অখ্যাত ভ্যালেন্তিন ভাশেরোর কাছে। সাংহাই মাস্টার্সের সেমিফাইনালে ঘটেছে এই অঘটন।