জাতীয়

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৭৭০ পিস ইয়াবাসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১৭:৩৮

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৭৭০ পিস ইয়াবাসহ আটক ৮

মাদকসহ আটককৃতরা, ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দুই অভিযানে ৭৭০ পিস ইয়াবা, ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০।

শুক্রবার (৮ মার্চ) বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন, র‍্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক।

মেজর মোঃ আশরাফুল হক বলেন, 'গতকাল (বৃহস্পতিবার) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বরের, পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭৫ পিস ইয়াবা ও ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।'

আটককৃতরা হলেন, নিজাম (৪৫), মোঃ মামুন শেখ (৪৬), মেহেদী হাসান আশিক (১৯), মোঃ জাকির হোসেন (২৮) এবং মোঃ স্বাধীন মাহবুব সিজান (২০)।

এ সময় তাদের নিকট হতে টি ১৬ মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৭৩০ টাকা পাওয়া গেছে বলেও জানান তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, 'একই দিনে যাত্রাবাড়ীর মৃধাবাড়ী হতে আরও ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হলেন, মোঃ ইব্রাহিম মিয়া(৩৮) , মোঃ সোহেল রানা এবং আফসানা খানম (৪২)। আটকের সময় তাদের কাছে থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ টি মোবাইল, নগদ ১১ হাজার ৭০০ টাকা পাওয়া যায়।'