পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে: অতিরিক্ত আইজিপি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. মোখলেসুর রহমান বলেছেন, পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে, সমাজের ভেতরও দুষ্টু লোক আছে। সমাজের দুষ্টু লোকটি ঠিক ওই দুষ্টু পুলিশকে খুঁজে বের করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং চোরে চোরে মাসতুতো ভাই হয়।