জাতীয়

উচ্চশিক্ষা সহজীকরণে প্রকল্প হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৭:৪৫

উচ্চশিক্ষা সহজীকরণে প্রকল্প হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি/ ছবি: বার্তা২৪.কম

সরকার উচ্চ শিক্ষা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করার প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষাখাতে ডেল্টা প্লান আছে সরকারের। শিক্ষাখাতকে উন্নত করায় ডিজিটাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এ খাতে বরাদ্দও দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে।’

রোববার (১০ মার্চ) চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘জাতির জনকের সোনার দেশের জন্য আমাদের সোনার মানুষ সৃষ্টি করতে হবে। এতে সমৃদ্ধ হবে আগামীর বাংলাদেশ।’

শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীদের মানবিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা অর্জন করতে হবে। মাদক, সন্ত্রাস মৌলবাদ, জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/10/1552218289668.jpg

অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আপনারা সফল। আপনাদের সাফল্য আপনাদের সামনে উপস্থিত। আপনারা সন্তানদের মনে যে মূল্যবোধ সৃষ্টি করে দিয়েছেন, তা সন্তানদের এতদূর আসতে সাহস যুগিয়েছে।’

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বড় স্বপ্ন মানুষকে আরও বড় হতে সাহায্যে করে। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালাম বলেছেন, স্বপ্ন সেটি, যেটি বাস্তবায়নের জন্য মানুষ ঘুমাতে পারে না। তোমরা একটি উন্নত সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে। সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবে।

ইডিইউর উপাচার্য প্রফেসর সেকান্দর খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, সমাবর্তন বক্তা ছিলেন কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান তুর্য প্রমুখ।

অনুষ্ঠানে ইডিইউর ছয় শিক্ষার্থীকে সমাবর্তন সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ১২০ জনকে স্বর্ণ পদক দেওয়া হয়।

উচ্চশিক্ষা সহজীকরণে প্রকল্প হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী | সময় নিউজ