সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন হলো। আমরা আশা করছি, পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। অনেক দিন হয়নি, কিন্তু এখন যেহেতু আমরা শুরু করেছি, কাজেই এখন সব জায়গায়ই যেন হয়। আমরা আশা করি, সব জায়গায়ই নির্বাচন হবে।