আইন-আদালত

বিচারকের অনুপস্থিতে পেছালো মামলার শুনানি

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৭:২৩

বিচারকের অনুপস্থিতে পেছালো মামলার শুনানি

নিহত পায়েল, ছবি: সংগৃহীত

বিচারক অনুপস্থিত থাকায় চট্টগ্রামের আলোচিত পায়েল হত্যা মামলার শুনানির কার্যক্রম পেছালো। একইসাথে আগামী ২০ মার্চ নতুন শুনানির চার্জ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আবদুল হালিমের আদালতে মামলার শুনানি দিন ধার্য ছিল। এ মামলার আসামিরা অন্তর্বর্তীকালীন জামিন শেষে হাইকোর্টের আদেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের জন্য উপস্থিত হয়েছেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) নাজিম উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, 'মহামান্য বিচারক অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। ২০ মার্চ এ মামলার নতুন চার্জ গঠন হবে।'

উল্লেখ্য, গত ২১ জুলাই হানিফ পরিবহনের বাসযোগে ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিলেন পায়েল। এরপর ২৩ জুলাই তার মরদেহ উদ্ধার করে গজারিয়া পুলিশ। এরপর তার মামা গোলাম সোহরাওয়ার্দী বাদী হয়ে বাসচালক জামাল, সুপারভাইজার জনি ও বাসের সহযোগী ফয়সালকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত পায়েল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে ব্যাপক বিক্ষোভ এবং আন্দোলনের প্রেক্ষিতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থান পায়।