ট্রান্সকম চেয়ারম্যান লতিফুরের রিটের শুনানি ১০ মার্চ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানের প্রতি দুদকের নোটিশ ও পরে একটি স্বাক্ষর, স্মারক ও তারিখ ছাড়া প্রেরিত চিঠির মাধ্যমে তথ্যাদি চাওয়ার বিরুদ্ধে করা রিটের উপর শুনানি শেষ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ রিটের উপর আগামী ১০ মার্চ আদেশের দিন নির্ধারণ করেছেন আদালত।