সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৪:১৪

প্রতীকী ছবি
ঢাকা জজকোর্টে লিফট ছিড়ে ছয় আইনজীবীসহ মোট ১৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাড. মাহফুজুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া এই রিট দায়ের করেন।
রিটে আহত প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের মধ্যে পুরনো লিফট পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন একলাছ উদ্দিন ভূইয়া।

