ক্যাম্পাস

জাবিতে নাট্যপার্বণ শুরু শনিবার

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ২২:৩৮

জাবিতে নাট্যপার্বণ শুরু শনিবার

ছবি: সংগৃহীত

'রুদ্ধ প্রাণে আসুক প্রলয়' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে নাট্যপার্বণ-২০১৯। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে ছয়দিন ব্যাপী এ নাট্যপার্বণ ৯ মার্চ শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত।

শুক্রবার (৮ মার্চ) জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বার্তা২৪.কম-কে এ তথ্য জানান।

তিনি আরও জানান, প্রতিষ্ঠার ৩৯ বছরের ধারাবাহিকতায় এবারের নাট্যপার্বণে মোট ছয়টি নাটক পরিবেশিত হবে। এর মধ্যে ৯ মার্চ ওপেন স্পেস থিয়েটার প্রযোজিত ‘টুয়েলভ অ্যাংরি মেন’, ১০ মার্চ দৃশ্যপটের প্রযোজনায় ‘সক্রেটিসের জবানবন্দি’, ১১ ও ১২ মার্চ জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় ‘আজ কমলের ফাঁসি’ এবং ‘বাজাও পাঞ্চজন্য’, ১৩ মার্চ সুবচন নাট্য সংসদ প্রযোজিত ‘মহাজনের নাও’ এবং ১৪ মার্চ পার্বণের শেষ দিন আরন্যক নাট্যদল প্রযোজিত ‘রাঢ়াও’ মঞ্চায়িত হবে।

এছাড়া নাট্যপার্বণে কবি রইস মনোরমকে গুণীজন এবং মোস্তফা কামাল যাত্রাকে নাট্যজন সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর থিয়েটার সর্বমোট ১০৬টি নাটকের প্রায় তিন শতাধিক সফল মঞ্চায়ন করেছে।