জাবিতে নাট্যপার্বণ শুরু শনিবার
'রুদ্ধ প্রাণে আসুক প্রলয়' স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে নাট্যপার্বণ-২০১৯। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে ছয়দিন ব্যাপী এ নাট্যপার্বণ ৯ মার্চ শুরু হয়ে চলবে ১৪ মার্চ পর্যন্ত।