দেশের খবর

নড়াইলে গণপিটুনিতে চোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম

প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১৪:৪১

নড়াইলে গণপিটুনিতে চোর নিহত

নড়াইলে গণপিটুনিতে চোর নিহত। ছবি: প্রতীকী

নড়াইলের নড়াগাতিতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত এক চোর নিহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকালে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বদর সিকদারের বাড়িতে গত রাতে চুরি করতে আসে অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় বাড়ির লোকেরা বিষয়টি বুঝতে পেয়ে চোর বলে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয়। সকালে বিষয়টি পুলিশকে জানালে গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নড়াইলে গণপিটুনিতে চোর নিহত | সময় নিউজ