দেশীয় সংস্কৃতি দিয়েই অপসংস্কৃতি রুখতে হবে: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশীয় সংস্কৃতি দিয়েই অপসংস্কৃতিকে রুখতে হবে। অপসংস্কৃতিকে রুখতে হলে বেশি বেশি দেশীয় সংস্কৃতির চর্চা করতে হবে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে দশ দিনব্যাপী সুলতান মেলার সমাপনী অনুষ্ঠান ও সুলতান পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।