ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪
প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৭:২১

নাবিল পরিবহন, ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই মিলগেইট এলাকায় যাত্রীবাহী নাবিল পরিবহন থেকে ৭১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১।
বুধবার (৬ মার্চ) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম।
র্যাব ১ সূত্রে জানা যায়, সকালে টাংগাইলের মির্জাপুর গোড়াই মিলগেইট এলাকা হতে যাত্রীবাহী নাবিল বাস থেকে ৭১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এঘটনায় সংশ্লিষ্ট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নাবিল পরিবহনের ওই বাসটিকে জব্দ করা হয়েছে।

