প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ২:০১:২৪
এ মাসেই এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের মেয়েরা। রেইডার হিসেবে খেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ দলের নেতৃত্বও দিয়েছেন শ্রাবনী মল্লিক। অথচ এ পর্যন্ত আসতে তাঁকে কতই না ঘাম ঝরাতে হয়েছে। অধিনায়ক শ্রাবনীর কাছে সেসবই শুনেছেন মাসুদ আলম
নড়াইলের কেবিএম গার্লস হাইস্কুলে ষষ্ঠ কি সপ্তম শ্রেণিতে পড়েন তখন শ্রাবনী মল্লিক। তাঁর পিসতুতো বোন রিমি সরকার একদিন ক্রিকেট খেলতে নিয়ে গেলেন। ক্রিকেটের নিয়মরীতি শ্রাবনীর মনে ধরল না। সেই যে ক্রিকেট মাঠ ছাড়লেন, আর গেলেন না। স্থানীয় কোচ রবি রজিবুলের হাত ধরে হ্যান্ডবল-কাবাডিতে নাম লেখালেন। রজিবুলের কাছ থেকে স্থানীয় আরেক কোচ তরিকুল ইসলামের কাছ পাঠ নিলেন। স্কুলে পড়ার সময়ই বাংলাদেশ পাটকল করপোরেশন বা বিজেএমসির ক্রীড়া দলে যোগ দিলেন শ্রাবনী মল্লিক। ১২-১৩ বছর আগে সেখানেই পুরোদমে কাবাডি খেলা শুরু।