প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১:৫৩:১৫
বান্দরবানের লামার সরইয়ে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা রিংরং ম্রোকে গ্রেপ্তারের প্রতিবাদে বান্দরবান জেলা শহর ও চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে রিংরংসহ নিরীহ জুমচাষি ম্রোদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।