প্রকাশিত : ১৫ মার্চ ২০২৫, ১:৫২:২১
বিশাল মাঠের এক পাশে সাজিয়ে রাখা হয়েছে মরদেহ। এর পাশেই গান ও বাদ্যের তালে চলছে দলবদ্ধ নাচ। নাচ–গানে তুলে ধরা হচ্ছে প্রয়াত ব্যক্তির কর্মজীবন এবং সমাজে তাঁর অবদান। গতকাল শুক্রবার বিকেলে বান্দরবান জেলার শহরতলির ফাক্ষ্যংগ্রীপাড়ায় বৌদ্ধ মহাথের শীলওয়াইংসার অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে দেখা যায় এ চিত্র।