ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

টানা ১২ দিন করোনায় দেশে মৃত্যু নেই

টানা ১২ দিন করোনায় দেশে মৃত্যু নেই

ছবি সংগৃহীত

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১১:০২ | আপডেট: ০২ মে ২০২২ | ১৩:১৪

গত একদিনে ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। একইসময়ে সুস্থ হয়েছেন ৩০৪ জন। 

দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জন। আর মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন।

গত একদিনে করোনা সংক্রমণে কেউ মারা যাননি। এ নিয়ে টানা ১২ দিন মৃত্যুশূন্য থাকল দেশ। সবশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়। তাতে করোনায় মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: যেসব কারণে এবারের ঈদযাত্রা স্বস্তির হলো

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত। পরে কয়েক মাসের মধ্যে তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। আর দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় সেই বছরের ১৮ মার্চ।

সম্পর্কিত

আরও পড়ুন

×