ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মে মাসের প্রথম দিনে করোনায় মৃত্যু নেই

মে মাসের প্রথম দিনে করোনায় মৃত্যু নেই

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৩:৫০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

রোববার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এক দিনে ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের ২১ জনই ঢাকা বিভাগের।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। ২০ এপ্রিলের পর কোভিডে নতুন কারো মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ২৯৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন সুস্থ হয়ে উঠলেন। রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করে ২৫ রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন: দেশের কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল। নতুন রোগীদের মধ্যে ২০ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এছাড়া কক্সবাজারে ২ জন এবং টাঙ্গাইল, বগুড়া ও সিলেট জেলায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×