ফ্রিতে নয়, অনন্তর বিয়েতে নেচে পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ!
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৪ | ১১:৪৬ | আপডেট: ০৫ মে ২০২৪ | ১০:১৬
এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং তার বাগদত্তা রাধিকার প্রাক-বিবাহের উদযাপন শেষ। নাচে-গানে, হৈ-হুল্লোড়ে, আনন্দে গত তিন দিনের উৎসবে মেতে উঠেছিল জামনগর। আনন্দযজ্ঞের বিভিন্ন মুহূর্তের ক্লিপ এখন রীতিমতো ভাইরাল।
- বিষয় :
- test