ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রং বদলায়নি গ্রামের ঈদ উৎসবে (ভিডিও)

নীল মাহাবুব

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০১:৪২ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৭:১৭

গাঁয়ের মেঠোপথ এখন যদিও রঙ বদলেছে ইট বিছানো পিচঢালা পথে, তবে এখনও খুব একটা রদবদল হয়নি উৎসবের রঙিন উদযাপনে।

গ্রামীণ সংস্কৃতির ঈদটাকে চেখে দেখতেই ছুটে চলা মানিকগঞ্জে। শুরুতেই যেখানে সম্ভাষণ গাছ থেকে পাড়া তালের রসে। জানতে চাইলাম রসওয়ালার কাছেই, ঈদ এবার কতোটা জমে ক্ষীর?

উৎসবকেন্দ্রিক ছুটির ফাঁদে শহর থেকে গ্রাম এখনও বেশ খানিকটা দূরেই। তবে ঈদ মানে যে খুশি, সোহার্দ্য আর সম্প্রীতি। গ্রামীণ পটভূমিতে তা যেনো একটু বেশিই বাড়তি। ঢাকার অদূরে মানিকগঞ্জের গ্রাম ঘুরে সে গল্পই যেনো উঠে এলো।

সকাল সকাল ঘুম ভাঙা, ঈদের নামায, রান্নাবান্না, রঙিন জামা- এসব কিছুর বাইরেও পুরো গ্রাম ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেয় বিচিত্র সব আয়োজনে। যেখানে সবাই এক, কারো মধ্যেই নেই এতোটুকু বিভেদ। এ যেনো খুব করে চাওয়া সেই বাংলাদেশ।

এরপরও কিছু গল্প বাদ থেকে যায়, যে গল্পে ঈদটা আসে ঠিকই, তবে চুলায় থাকেনা সুখের কোন আঁচ বরং দুঃখ তাপে বিগত সুখের অসুখটাই বাড়ে চেয়ে-চিন্তে আর যাই হোক, উৎসবের রঙটাকে ছোঁয়াটা যে হয়ে ওঠে বড্ড দায়।

হয়তো রঙিন একটা জামা নেই ওদের, তবে মনের প্রশান্তিতে লেগে আছে যে রঙ আর তার যে উম্মাদনা সেইতো ওদের নিত্যদিনের ঈদ।

সম্পর্কিত

আরও পড়ুন

×