ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিশ্বে আরও কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা

বিশ্বে আরও কমেছে করোনায় মৃত্যুর সংখ্যা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ০৩:৪৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৬১ হাজার ৩৯১ জনে।

আরও পড়ুন: মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবাহী উড়োজাহাজ

এ সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ১০৭ জন। এতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ২৯০ জনে।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৫৭ জন। আর মারা গেছেন ১০৫ জন। ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৬১২ জন।

আরও পড়ুন: ইরানি ড্রোনের কিছুই করতে পারল না ইসরায়েলের যুদ্ধবিমান

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৭ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৭ জন। ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৪০১ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৩১ জনের।

আরও পড়ুন

×