ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বাংলাদেশ

পরিবেশ

পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ, ভয় পাচ্ছে কংগ্রেস

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সীমান্ত এলাকায় বৃহস্পতিবার (৫ মে) সকাল সকাল একাধিক কর্মসূচি সারলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৬৮ দিন পর পশ্চিমবঙ্গে মাত্র দু’দিনের সফরে এসেছেন শাহ। এদিন সকালে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছান শাহ। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশিত প্রামানিক ও সুকান্ত মজুমদারেরা। বিমানবন্দর থেকেই হেলিকপ্টার যোগে পৌঁছান হিঙ্গলগঞ্জে। জলপথে চোরাচালান বন্ধ করতে হিঙ্গলগঞ্জে ইছামতী নদীর ওপর ৬টি ভাসমান সীমান্ত চৌকি বানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেগুলোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি নৌকা অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করেন তিনি।

আপডেটঃ ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯
পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ, ভয় পাচ্ছে কংগ্রেস