টেক

২০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে বিটিআরসি’র ১২ তলা ভবন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৭:১২

২০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে বিটিআরসি’র ১২ তলা ভবন

বিটিআরসি’র ১২ তলা ভবন উদ্বোধন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর জন্য প্রায় ২০২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ১২ তলা ভবন।

ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার রাজধানীর আগারগাঁয়ে  বিটিআরসি’র নিজস্ব ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। বিটিআরসি‘র জন্য প্রায় ২০২ কোটি টাকা ব্যয়ে এক একর জমির ওপর ১২ তলা বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে।

গত বছর এপ্রিলে একনেকে বিটিআরসি ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদিত হয়। গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২০ সালের ডিসেম্বর মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান মো: জহুরুল হক এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় মন্ত্রী বলেন, টেলিযোগাযোগ খাতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি‘র কাজ হচ্ছে শৃঙ্গলা বিধান করা। এই ক্ষেত্রে এই মূহুর্তে বিটিআরসির সামনে বড় কোন চ্যালেঞ্জ নেই। যেটুকু কর্মপরিকল্পনা এ পর্যন্ত গ্রহণ করা হয়েছে তা সঠিক বাস্তবায়ন হলেই টেলিকম সেবা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ সমাধান করতে পারবো।

প্রাসঙ্গিক:

২০০ কোটি টাকায় নির্মিত হচ্ছে বিটিআরসি’র ১২ তলা ভবন | সময় নিউজ