খেলা

ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের-মানলেন মাহমুদউল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৩:০৮

ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের-মানলেন মাহমুদউল্লাহ

হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ- ছবি : বিসিবি

এমন হারের পর ব্যাখা-বিশ্লেষণের জন্য খুব বড় কোন গবেষণার প্রয়োজন হয় না। বৃষ্টির কারণে শুরু তৃতীয়দিনে এসে। আর সেই ম্যাচ শেষ পঞ্চমদিনের সকালের সেশনেই! এত সংক্ষিপ্ত ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটাও খুবই সংক্ষিপ্ত! প্রথম ইনিংসে ৬১ ওভারে অলআউট ২১১। দ্বিতীয় দফায় গুটিয়ে যাওয়া মাত্র ২০৯ রানে, ৫৬ ওভার খেলেই!

ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ১২ রানে হারের সব দায় ব্যাটসম্যানদের ওপরই যাচ্ছে। টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে হারের সঙ্গে সিরিজে হার নিশ্চিত হওয়ার পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাখায়ও মিললো সেই দায়-‘মানছি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ব্যাটিং অনেক বেশি আক্রমণাত্মক ছিলো। ওভার প্রতি টেস্টে পাঁচ রান তো সেটাই প্রমাণ করে। তবে এক্ষেত্রে আমাদের বোলারদের দোষ দিয়ে লাভ নেই। আমরা ক্যাচও ছেড়েছি। আমাদের দলের বোলার তিনজনই নতুন। তাদের খুব একটা আহামরি কোন অভিজ্ঞতা নেই। বোলাদের দোষ দিয়ে লাভ নেই। ব্যর্থতার জন্য ব্যাটসম্যানদের দোষটাই বেশি। আড়াই দিনে আমরা দু’বার অলআউট হয়েছি। এটা খুবই হতাশজনক।’

পেছনের দুই টেস্টেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার প্যার্টান বা ধরণ প্রায় একই রকম। চার ইনিংসের তিনবারই ভাল শুরু পেয়েছে দল। কিন্তু নিউজিল্যান্ডের মাঝের বোলিংয়ে এসে হঠাৎ টলমলো হয়ে পড়ে ব্যাটিং লাইনআপ। ভাল শুরুর পরও সেটা ধরে রাখতে না পারার দুঃখ পোড়াচ্ছে বাংলাদেশ অধিনায়ককে-‘নতুন বলে আমরা দুই টেস্টের তিন ইনিংসে ব্যাটিংয়ে ভাল শুরু করেছিলাম। তামিম খুব ভাল ব্যাটিং করেছে। সাদমানের সঙ্গে তার ওপেনিং জুটিটা তিন ইনিংসে ভালো হয়েছিল। কিন্তু মাঝের ওভারে ওয়েগনার যখন তার শর্ট বল ও বাউন্সার থিওরির প্রয়োগ করে তখনই সমস্যার শুরু। সেই সময়টায় আমরা কিছুক্ষণ ভালো খেলেছি। তারপর সেই ভালোটা ছুঁড়ে দিয়ে এসেছি। এই ভাল খেলার সময়টা আরো বাড়াতে হবে। আরো দৃঢ়তা, আরো সাহস নিয়ে খেলতে হবে। ব্যাটসম্যানরা অনেক ভুল করছে। হাফহার্টেট শট খেলছি। কমিটেড থাকছি না। দোনোমনো সিদ্ধান্তে বিপদ ডেকে আনছি। মারবো কি মারবে না-এমন টলমলো অবস্থায় থেকে শটস খেলতে গিয়ে আউট হচ্ছি। এই ধরনের উইকেটে এমন দোনোমনো সিদ্ধান্তে থাকাটা মোটেও ঠিক হবে না। নিজের সিদ্ধান্তে অটুট থাকতে হবে। যদি শটস খেলতে চান, তাহলে সেটাই করা উচিত। আর যদি খেলতে না চান, তাহলে বাউন্সার কিভাবে ছাড়তে হবে সেই সিদ্ধান্তও দ্রুত নিতে হবে।’

ব্যাটিংয়ে সেই সিদ্ধান্ত দ্রুত এবং কার্যকরভাবে নিতে না পারায় বাংলাদেশের ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়েছেন।

ওয়েলিংটন টেস্টও শেষ হয়েছে দ্রুত। সোয়া দু’দিনের মধ্যে! মাত্র সাত সেশনে!

ব্যর্থতার দায় ব্যাটসম্যানদের-মানলেন মাহমুদউল্লাহ | সময় নিউজ