খেলা

ছুটির আনন্দে মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৬:১৫

ছুটির আনন্দে মাশরাফি

সহধর্মিনী সুমনা হক সুমির সঙ্গে মাশরাফি -ছবি ফেসবুক

ক্রিকেট আর রাজনীতির ব্যস্ততা সরিয়ে রেখে এখন ছুটির আনন্দে আছেন মাশরাফি বিন মর্তুজা। স্ত্রী-সন্তান আর পরিবারের মানুষদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের দর্শনীয় নানা স্থানে। এরইমধ্যে সৌন্দর্য-প্রেমের অপার রহস্যময় নিদর্শন তাজমহলও দর্শন করেছেন তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/11/1552299261459.jpg

সোমবার তাজমহলসহ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানের কিছু ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেন মাশরাফির পরিবারের সদস্যরা। যেখানে দেখা যায় সপরিবারে ঐতিহাসিক তাজমহলের সামনে দাঁড়িয়ে রয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/11/1552299274711.jpg

মাশরাফি সময় পেলেই স্ত্রী-সন্তান নিয়ে বেড়িয়ে পড়েন ছুটির আনন্দে। এখন সহধর্মিনী সুমনা হক সুমিসহ ছেলে-মেয়ে আর একমাত্র ছোট ভাইকে নিয়ে সময় কাটছে ভারতে। গত ৪ মার্চ ভারতে সফরে যান মাশরাফি। ১৪ মার্চ ঢাকায় ফেরার কথা মাশরাফির।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/11/1552299293718.jpg

বিপিএল শেষে কিছুদিন নড়াইলে ছিলেন মাশরাফি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নানা সমস্যা নিয়ে কাজ করেন। ভারত থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে পারেন মাশরাফি।

ছুটির আনন্দে মাশরাফি | সময় নিউজ