নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১১:৪৮

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ডলারের দুর্বলতার সুযোগে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত স্বর্ণের দাম আকাশছোঁয়া হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি দশকের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছাতে পারে ১০ হাজার ডলারে, যা বাংলাদেশি মূল্য ১২২ টাকা ধরে পড়ে ১২ লাখ ২০ হাজার টাকা। এতে করে এক ভরি স্বর্ণের দাম হবে ৫ লাখ ২ হাজার ৫৭ টাকা। আর ডলারের মূল্য বেড়ে গেলে তা আরও বৃদ্ধি পাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ফরচুনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চলতি সপ্তাহের শুরুতে মূল্যবান এই ধাতুর দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করে। এরপর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ এবং সফটওয়্যার রপ্তানি সীমিত করার ঘোষণা দিলে স্বর্ণের বাজারে নতুন করে উল্লম্ফন দেখা দেয়।
ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে স্টক মার্কেটে বড় ধরনের দরপতন ঘটে এবং মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ে। বিপরীতে স্বর্ণের দাম বেড়ে যায় এক দশমিক শতাংশ, যা বিনিয়োগকারীদের কাছে এই ধাতুর আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।

