জাতীয়

সিলেটে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ২১:০২

সিলেটে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী খুন

নিহত ছাত্রলীগ কর্মী, ছবি: বার্তা২৪

সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী সাব্বির (২০) খুন হয়েছে। সে নগরীর মজুমদার পাড়ার ১২ নং বাসার আলিউর রহমানের পুত্র।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মদিনা মার্কেট কাউন্সিলর কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/12/1552402919922.jpg

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সাব্বিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় একটি গ্রুপ। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মদিনা মার্কেটের এক ব্যবসায়ী জানান, সাব্বির ছাত্রলীগের গ্রুপিং রাজনীতির সঙ্গে জড়িত।

কোতোয়ালী থানার লামা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী খুন | সময় নিউজ