স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১৬:৩১

মেননের বিচারের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ, ছবি: বার্তা২৪.কম
রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জুমার পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (৮ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। পরে তিনি মিছিলের নেতৃত্ব দেন।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির আল্লামা নূর হোসাইন কাসেমি সমাবেশে সভাপতিত্ব করেন।
মিছিলে বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মীরা যোগ দেন। মিছিলে বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন।
সম্প্রতি জাতীয় সংসদে কওমি মাদরাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামি অনুশাসনকে মোল্লাতন্ত্র, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিসহ আলেম সমাজ ও জাতীয় কবিকে কটাক্ষ করে রাশেদ খান মেননের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।

মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, ইসলামি ঐক্যজোটের মুফতি মুহাম্মদ তৈয়ব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত আমিনী, বেফাকের সহ-সভাপতি মাওলানা আবদুল হামিদ মধুপুরের পীর, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফি, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরামসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ইসলামি শিক্ষা ও ইসলামি ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তি করায় রাশেদ খান মেননের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, অবিলম্বে মেননের শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা দেশের তাওহিদি জনতা কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে।

