জাতীয়

কস্ট অব বিজনেস কমানোর আহবান নওফেলের

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ২০:৩৮

কস্ট অব বিজনেস কমানোর আহবান নওফেলের

ছবি: বার্তা২৪

কস্ট অব বিজনেস কমাতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রতি আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, পণ্যের উপর ব্যয় কমানো গেলে ব্যবসায়ীরা লাভবান হবেন।

বুধবার (৬ মার্চ) বিকালে চট্টগ্রাম ওয়াল্ড ট্রেড সেন্টারে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে চট্টগ্রাম সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। বিকেন্দ্রীকরণ করে ব্যবসায় আরও সুফল আনা হবে। রাজধানীর উপর থেকে চাপ কমানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হবে।

মহিবুল হাসান চৌধুরী বলেন, কস্ট অব বিজনেস কমানোর জন্য প্রধানমন্ত্রী আরও উদ্যগ গ্রহণ করবেন। সুষম উন্নয়নের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহববুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলা কমিটির চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম।