জাতীয়

'সকল সূচকে বাংলাদেশের সক্ষমতা এখন অনন্য উচ্চতায়'

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ৫ মার্চ ২০১৯, ২১:৪৫

'সকল সূচকে বাংলাদেশের সক্ষমতা এখন অনন্য উচ্চতায়'

বাংলাদেশের স্পিকার ও লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর স্পিকারের সাক্ষাৎকালে, ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজমান উল্লেখ করে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, 'সামাজিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। সকল সূচকে বাংলাদেশের সক্ষমতা এখন অনন্য উচ্চতায়।'

মঙ্গলবার (৫ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ঢাকায় সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর স্পিকার আয়াছ মিয়া স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। লন্ডনের স্পিকারের সাথে সাক্ষাৎকালে স্পিকার শিরীন শারমিন এ আহ্বান জানান। সাক্ষাৎকালে তারা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

টাওয়ার হ্যামলেটস এর স্পিকার যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় উল্লেখ করে জানান, ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। এ ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি স্পিকারকে আশ্বস্ত করেন। বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার শিরীন শারমিন বলেন, 'প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক অর্থনীতিতেও ভূমিকা রাখছে। যা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে।তিনি বৈদেশিক অর্থনীতিতে বাংলাদেশিদের এ ভূমিকা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে টাওয়ার হ্যামলেটস এর স্পিকারকে অনুরোধ জানান।'

টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াছ মিয়া টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া তিনি স্পিকারকে টাওয়ার হ্যামলেটস সফরের আমন্ত্রণ জানান।

এ সময় অনাবাসী বাংলাদেশি গ্রুপের চেয়ারম্যান এসএম শাকিল চৌধুরীসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।