স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ১৯:০৪

বঙ্গবন্ধুর সমাধিতে উপপ্রেস সচিব হাসান জাহিদের শ্রদ্ধাঞ্জলি / ছবি: বার্তা২৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।
শনিবার (৯ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধু, তাঁর পিতা ও মাতার কবর জিয়ারত করেন তুষার। এর পর বঙ্গবন্ধুর পরিবারসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক প্রিন্সসহ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার (৪ মার্চ) সাংবাদিক হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রজ্ঞাপনটিতে সই করেন।
মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন।

