জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাসান জাহিদের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৮ মার্চ ২০১৯, ১৭:৩০

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাসান জাহিদের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাসান জাহিদ তুষারের শ্রদ্ধাঞ্জলি / ছবি: বার্তা২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নব নিযুক্ত উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে ধানমন্ডির ৩২নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনক ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/08/1552044568823.jpg

উল্লেখ্য, সোমবার (৪ মার্চ) সাংবাদিক হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রজ্ঞাপনটিতে সই করেন।