জাতীয়

পেট ভর্তি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৬:৪৭

পেট ভর্তি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান, ছবি: সংগৃহীত

কক্সবাজার-ঢাকাগামী গ্রীন লাইন বাস থেকে পেট ভর্তি ইয়াবাসহ শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৬ মার্চ) র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক এ তথ্য জানান।

র‌্যাব-১০ এর এই কর্মকর্তা বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুক্তি ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী গ্রীন লাইন বাসের যাত্রী হাবিবুর রহমানকে (৬৭) তল্লাশি করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে, পলিথিনে মুড়িয়ে চার হাজার পিস ইয়াবা খেয়ে পেটের ভেতরে বহন করছে সে! তার সাথে আরও ইয়াবা ছিল। সব মিলিয়ে মোট সাত হাজার ২০০ পিস ইয়াবা তার কাছে পাওয়া যায়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, তার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে প্রতিনিয়ত কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে।

এর আগে, গত ২৯ জানুয়ারি তার স্ত্রী, ছেলে এবং ছেলের বউ কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার হয়েছিল।