জাতীয়

ঢামেকের ক্যান্টিনের খাবারে তেলাপোকা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৯:৩৬

ঢামেকের ক্যান্টিনের খাবারে তেলাপোকা

ঢামেকের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ছবি: বার্তা২৪

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডক্টরস, স্টুডেন্ট ও নার্সদের ক্যান্টিনের খাবারে তেলাপোকা পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৩ মার্চ) ঢামেকের বিভিন্ন ক্যান্টিনে সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধায়নে, অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদাউস ও জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/13/1552484174246.jpg

অভিযান শেষে উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বার্তা২৪.কম-কে বলেন, 'ঢামেকের ডক্টরস, স্টুডেন্ট ও নার্সদের ক্যান্টিনে অভিযান চালানো হয়েছে। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। তাছাড়া খাবারে তেলাপোকার লক্ষ্য করা গেছে।'

তিনি বলেন, 'এ সকল অপরাধে ডক্টরস ক্যান্টিনকে দুই লাখ টাকা, স্টুডেন্টস ক্যান্টিনকে এক লাখ টাকা, নার্স ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেডিকেলের ভেতরে ফাস্টফুড কর্নারকে ৫০ হাজার ও বাইরে আরএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।'

তিনি আরও বলেন, 'ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।'

ঢামেকের ক্যান্টিনের খাবারে তেলাপোকা | সময় নিউজ