স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১৯:৫২

পুরান ঢাকায় আলোচনা সভায় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা/ ছবি: বার্তা২৪.কম
রাজধানীর পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা বলেছেন, ‘দুর্ঘটনা যেকোনো জায়গায় হতে পারে, সেটা কেমিক্যাল হোক বা অন্য কারখানা। তালিকা করে দিতে হবে কোন কেমিক্যালগুলো বেশি ঝুঁকিপূর্ণ, সেটার ভিত্তিতে আমরা সরিয়ে নিতে চাই।’
বৃহস্পতিবার (৭ মার্চ) পুরান ঢাকার আরমানিটোলায় ‘অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন পুরান ঢাকার ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, ‘এইখানে শুধু চুরিহাট্টা নয়, ইসলামপুরের কাপড়ের গোডাউন আছে, জিন্দাবাজারে কাগজের গোডাউন আছে। সবই যদি আমরা সরিয়ে নিই, তাহলে ব্যবসা করবো কিভাবে?’
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিসের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আলী আহাম্মেদ খান সকলকে নিরাপত্তা শর্ত মেনে ব্যবসা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের অনুরোধ জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
অনুষ্ঠানে মেজর একেএম শাকিল নেওয়াজ কেমিক্যাল ব্যবহারের সতর্কতার বিষয়গুলো আলোচনা করেন। অতি দাহ্য কেমিক্যাল রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ দেন।
বাংলাদেশ কেমিক্যাল ও পারফিউমারি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি হাজি আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় পুরান ঢাকা ভিত্তিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

