জাতীয়

এনএসইউ ও অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ১৭:৪১

এনএসইউ ও অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা

ছবি: সংগৃহীত

নোংরা পরিবেশ, পোড়া তেলে খাবার তৈরি ও পচা-বাসি খাবার ফ্রিজে রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ও অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এদের মধ্যে এনএসইউ’র ক্যান্টিনকে ২ লাখ টাকা এবং অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৬ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল পর্যন্ত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আবদুর জব্বার বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নর্থ সাউথ বিশ্বাবিদ্যালয়ের ক্যান্টিনে অভিযান চালিয়ে তাদের খাবারের মানের নানা সমস্যা খুঁজে পায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। ফ্রিজে কাঁচা আর রান্না করা খাবার এক জায়গায় রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

আবদুর জব্বার আরও জানান, ওই অভিযান শেষে দুপুরে অ্যাপোলো হাসপাতালের ক্যান্টিনে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে হাসপাতালটির ক্যান্টিনের নোংরা পরিবেশ ও ফার্মেসিতে একাধিক অনিয়মের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।