জাতীয়

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ২১:২৮

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, আটক ২

নিহত অন্তঃসত্ত্বা গৃহবধূ চন্দ্রাধর, ছবি: বার্তা২৪

চট্টগ্রামে চন্দ্রাধর (২০) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ভুজপুর থানায়।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মামলাটি দায়ের করেন নিহতের বাবা মৃদুল ধর। এ ঘটনায় নিহতের স্বামী ও ননদকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নে বারমাসিয়া দক্ষিণ হিন্দু পাড়া থেকে চন্দ্রাধর (২০) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চন্দ্রাধর সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহতের পিতা মৃদুল ধর এ ঘটনাকে কৌশলে হত্যা করেছে দাবি করে থানায় মামলা দায়ের করেছেন।

ফটিকছড়ির ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ বার্তা২৪কম-কে বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী ও ননদকে আটক করা হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। তবে গৃহবধূর পিতা মামলা করায় আমি মামলা নিয়েছি।'

পুলিশ জানায়, এক বছর পূর্বে বোয়ালখালীর গুমদন্ডি এলাকার মৃদুল ধরের মেয়ে চন্দ্রাধরের সাথে ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া দক্ষিণ হিন্দু পাড়ার সুনীল ধরের পুত্র সুরঞ্জিত ধর প্রকাশ বাবলার বিয়ে হয়।

নিহতের পিতা মৃদুল ধর বলেন, 'বিয়ের সময় প্রায় ছয় লক্ষ টাকা খরচ করি। তারপরও বিয়ের পর থেকে তার (চন্দ্রাধর) শ্বশুর বাড়ির লোকজন যৌতুক দাবি করে আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আমার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমার মেয়েকে তারা হত্যা করেছে।'

এ ঘটনায় নিহতের স্বামী সুরঞ্জিত ধর প্রকাশ বাবলাসহ ৬ জনকে আসামি করে ভুজপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ নিহত চন্দ্রাধরের স্বামী বাবলা ও ননদ তমা ধর কে আটক করেছে।