জাতীয়

‘বাঘের পিঠে চড়ে আছেন হাসিনা’

Shadrul Abedin

প্রকাশ: ৭ মার্চ ২০১৯, ১৬:২৭

‘বাঘের পিঠে চড়ে আছেন হাসিনা’

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক কালাম লোহানী / ছবি: বার্তা২৪

এই দেশ এখন স্বৈরতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক কালাম লোহানী।

তিনি বলেছেন, ‘মাওলানা ভাসানী একটা কথা বলতেন, বাঘের পিঠে চড়োনা। কিন্তু শেখ হাসিনা বাঘের পিঠে চড়ে আছেন। কখন যে কি ঘটবে, বলা বড় কঠিন।’

বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘ত্বকী একটি বিচারহীনতার প্রতিক' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এ গোলটেবিলের আয়োজন করে।

কালাম লোহানী বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) কাছে আবেদন (ত্বকী হত্যার বিচার) করে কোনো লাভ নেই। আমরা যদি চাই, তাহলে এ ধরনের আন্দোলন চলতে থাকুন এবং আইনের আশ্রয় গ্রহণ করি। প্রয়োজন হলে সেটাকে সংগঠন করে গণ-আন্দোলনে পরিণত করার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি সেলিম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর উপস্তিতিতে প্রধানমন্ত্রী বলেছিলেন, কে হত্যা করেছে, কারা হত্যা করেছে সমস্ত গোয়েন্দা তথ্য আমার কাছে আছে। তখন শামীম ওসমান বলেছিলেন, তাহলে বিচার করেন না কেন? তখন তিনি বলেছিলেন, বিচার হবে। কিন্তু কিছুদিন পর যখন নাসিম ওসমান মারা গেলেন, তখন পার্লামেন্টে শোক বক্তৃতা করতে গিয়ে বললেন, ওসমান পরিবারের দায়িত্ব আমার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আকাশ বলেন, ‘ত্বকী হত্যা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। তাহলে তো রাজনৈতিক সমাধান লাগবে। রাজনৈতিক কতৃপক্ষকে স্থির করতে হবে যে, নারায়ণগঞ্জে আমার আধিপত্য বিস্তারের জন্য ওসমান পরিবারের উপর নির্ভর করব, এ জন্য সে খুন করলে তাকে মাফ করে দেব কিনা। এই সিদ্ধান্তটা রাজনৈতিক কতৃপক্ষকে নিতে হবে৷’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘ত্বকীকে তার কারণে হত্যা করা হয় নাই। তাকে হত্যা করা হয়েছে তার বাবার কারণে। কারণ বিভিন্ন জনমানুষের দাবির জন্য ত্বকীর পিতা দাঁড়িয়ে ছিলেন। যার ফলে ওইখানের একটি বিশেষ পরিবার ধন সম্পদ জবর দখল, সন্ত্রাস, আধিপত্য সবকিছু কায়েম করে তাদের বাধা তৈরি করেছিলেন। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, জনগণেরতো আন্দোলনের একটা দাবি ছিল, সেই দাবি তারা পূরণ করেছেন। কিন্তু যে বিষয়ে তাদের রাজনীতি আঘাতপ্রাপ্ত হতে পারে সে বিষয়ে তারা বিচারে যাচ্ছেন না। এইখানেই ত্বকী হত্যার বিষয়টি আটকে আছে।’

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রখ্যাত রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সভাপতি বদিউল আলম মজুমদার প্রমুখ।

‘বাঘের পিঠে চড়ে আছেন হাসিনা’ | সময় নিউজ